jito

Thursday, September 14, 2017

পদার্থের অবস্থা ও চাপ

প্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা,
আজ তোমাদের জন্য রয়েছে ৫ম অধ্যায়-পদার্থের অবস্থা ও চাপ

থেকে কিছু প্রশ্ন। প্রশ্নগুলোর উত্তর করার আগে অবশ্যই অধ্যায়টি খুব ভালোভাবে লাইনে লাইনে বুঝে পড়তে হবে। যেসব প্রশ্নের উত্তর করতে অসুবিধা হবে সেসব বিষয়ে Comment করলে আমি Help করার চেষ্টা করবো।
Lecturer of Physics
E-mail: jito79@gmail.com
Blog: jitoroy.blogspot.com


পদার্থের অবস্থা ও চাপ
১. চাপ কি?
২. চাপেরে একক কি?
৩. চাপেরে মাত্রা বের কর।
৪. বলের মান অপরিবর্তিত রেখে ক্ষেত্রফল অর্ধেক করলে চাপের কিরুপ পরিবর্তন হবে?
৫. আলপিন বা পেরেকের অগ্রভাগ সূচালো থাকে কেন?
৬. ধারালো আলপিন দিয়ে খাতা সেলাই করা সহজ কেন?
৭. সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটা আর ইটের খোয়ার উপর দিয়ে হাটার মধ্যে কোনটি সহজ এবং কেন?
৮. কাঁচি বা ছুরিতে সান দেয়া হয় কেন? ব্যাখ্যা কর।
৯. এক প্যাসকেল চাপ বলতে কি বুঝ?
১০. বায়ুমন্ডলীয় চাপ কি?
১১. তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে?
১২. তরলের যত গভীরে যাওয়া যায় চাপের মান ততই বাড়তে থাকে কেন?
১৩. ρ ঘনত্বের তরলের h গভীরতায় চাপের সমীকরন বের কর।
১৪. প্যাসকেলের সূত্রটি ব্যাখ্যা কর।
১৫. প্যাসকেলের সূত্রের ব্যাবহার লিখ।
১৬. প্রবাহী পদার্থ কি?
১৭. বল বৃদ্ধিকরন নীতি কি?
১৮. ঘনত্ব কি?
১৯. ঘনত্বের একক কি?
২০. পনির ঘনত্ব 1000kgm-3 বলতে কি বুঝ?
২১. ভর অপরিবর্তিত রেখে আয়তন দ্বিগুন করলে ঘনত্বের কিরুপ পরিবর্তন হবে?
২২. ঘনত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে?
২৩. তেল ও মধুর মধ্যে কোনটি পানিতে ভাসবে এবং কেন?
২৪. বরফ পানিতে ভাসে কেন? ব্যাখ্যা কর।
২৫. এক টুকরা লোহা পানিতে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেন?
২৬. প্রবাহীর চাপ কাকে বলে?
২৭. প্লবতা কি?
২৮. প্লবতার মান কি কি বিষয়ের উপর নির্ভর করে?
২৯. হাইড্রোজেন ভর্তি বেলুন সহজে উপরের দিকে উঠে যায় কেন?
৩০. ভালো ডিম পানিতে ডুবে যায়, কিন্তু পঁচা ডিম পানিতে ভাসে কেন?
৩১. তরলের ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি?
৩২. মৃত সাগর (Dead Sea) কি?
৩৩. মৃত সাগরে মানুষ ডুবে না কেন?
৩৪. কোনো বস্তুর তরলে ভাসমান, সম্পূর্ন নিমজ্জিত অবস্থায় ভাসমান ও ডুবে যাওয়ার শর্তগুলো লিখ।
৩৫. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করা হয়।
৩৬. টলিসেলির শূন্যস্থান কি?
৩৭. বায়ুর চাপ নির্ণয়ের টলিসেলির পরীক্ষাটি বর্ণনা কর।
৩৮. টলিসেলির শূন্যস্থান প্রকৃতপক্ষে শূন্য নয়, ব্যাখ্যা কর।
৩৯.বায়ুমন্ডলের স্বাভাবিক চাপ 76 cm পারদ বলতে কি বুঝ?
৪০.. বেশি উচ্চতায় উঠলে শ্বাস-প্রশ্বাস নেওয়া কষ্টকর হয় কেন?
৪১. উচ্চতার সাথে বায়ুম্ডলীয় চাপের পরিবর্তন একটি লেখচিত্রের মাধ্যমে দেখাও।
৪২. ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেয়া যায়? ব্যাখ্যা কর।
৪৩. স্থিতিস্থাপকতা কি?
৪৪. স্থিতিস্থাপক সীমা কি?
৪৫. বিকৃতি কি?
৪৬. স্থিতিস্থাপক পদার্থ কাকে বলে?
৪৭. বিকৃতির একক নেই কেন?
৪৮. পীড়ন কি?
৪৯. পীড়নের একক কি?
৫০. পীড়ন ও চাপের মধ্যে পার্থক্য কি?
৫১. হুকের সূত্র ব্যাখ্যা কর।
৫২. স্থিতিস্থাপক গুনাংক কাকে বলে?
৫৩. ইস্পাতের স্থিতিস্থাপক গুনাংক 2x1011 Nm-2 বলতে কি বুঝ?
৫৪. পদার্থের আনবিক গতিতত্ত্বের স্বীকার্য়গুলো লিখ।
৫৫. তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারন  করে কেন?
৫৬. কঠিন পদার্থের নিজস্ব আকার ও আয়তন থাকে কেন?
৫৭. প্লাজমা কি?
৫৮. প্লাজমার উৎস কি?
৫৯. কিভাবে প্লাজমা অবস্থার উপত্তি হয়?
৬০. প্লাজমা টর্চ কি?
৬১. প্লাজমা তড়ি পরিবাহী কেন?

Thursday, July 20, 2017

Einstein's Letter to USA President Roosevelt

 Einstein's Letter to USA President Roosevelt

 

Albert Einstein
Old Grove Road
Peconic, Long Island
August 2nd, 1939
F.D. Roosevelt
President of the United States
White House
Washington, D.C.
Sir:
Some recent work by E. Fermi and L. Szilard, which has been communicated to me in manuscript, leads me to expect that the element uranium may be turned into a new and important source of energy in the immediate future. Certain aspects of the situation which has arisen seem to call for watchfulness and if necessary, quick action on the part of the Administration. I believe therefore that it is my duty to bring to your attention the following facts and recommendations.
In the course of the last four months it has been made probable through the work of Joliot in France as well as Fermi and Szilard in America--that it may be possible to set up a nuclear chain reaction in a large mass of uranium, by which vast amounts of power and large quantities of new radium-like elements would be generated. Now it appears almost certain that this could be achieved in the immediate future.
This new phenomenon would also lead to the construction of bombs, and it is conceivable--though much less certain--that extremely powerful bombs of this type may thus be constructed. A single bomb of this type, carried by boat and exploded in a port, might very well destroy the whole port together with some of the surrounding territory. However, such bombs might very well prove too heavy for transportation by air.
The United States has only very poor ores of uranium in moderate quantities. There is some good ore in Canada and former Czechoslovakia, while the most important source of uranium is in the Belgian Congo.
In view of this situation you may think it desirable to have some permanent contact maintained between the Administration and the group of physicists working on chain reactions in America. One possible way of achieving this might be for you to entrust the task with a person who has your confidence and who could perhaps serve in an unofficial capacity. His task might comprise the following:
a) to approach Government Departments, keep them informed of the further development, and put forward recommendations for Government action, giving particular attention to the problem of securing a supply of uranium ore for the United States.
b) to speed up the experimental work, which is at present being carried on within the limits of the budgets of University laboratories, by providing funds, if such funds be required, through his contacts with private persons who are willing to make contributions for this cause, and perhaps also by obtaining co-operation of industrial laboratories which have necessary equipment.
I understand that Germany has actually stopped the sale of uranium from the Czechoslovakian mines which she has taken over. That she should have taken such early action might perhaps be understood on the ground that the son of the German Under-Secretary of State, von Weizsacker, is attached to the Kaiser-Wilhelm Institute in Berlin, where some of the American work on uranium is now being repeated.
Yours very truly,




Albert Einstein




To download original copy please click below



Sunday, May 7, 2017

Thursday, April 13, 2017

নবম - দশম শ্রেণি, চতুর্থ অধ্যায় - কাজ, ক্ষমতা ও শক্তি



প্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা,
তোমাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।
আশা করি তোমরা খুবই মনোযোগ সহকারে পদার্থবিজ্ঞান পড়ছো।
আজ তোমাদের জন্য রয়েছে চতুর্থ অধ্যায়- কাজ, ক্ষমতা ও শক্তি থেকে কিছু প্রশ্ন। প্রশ্নগুলোর উত্তর করার আগে অবশ্যই অধ্যায়টি খুব ভালোভাবে লাইনে লাইনে বুঝে পড়তে হবে। যেসব প্রশ্নের উত্তর করতে অসুবিধা হবে সেসব বিষয়ে Comment করলে আমি Help করার চেষ্টা করবো।
Lecturer of Physics

E-mail: jito79@gmail.com
Blog: jitoroy.blogspot.com






কাজ
১. কাজ কি?
২. কখন কাজ হয়?
৩. কাজের একক কি?
৪. কাজের মাত্রা বের কর।
৫. এক জুল কাকে বলে
৬. ১০ জুল কাজ বলতে কি বুঝ?
৭. ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলতে কি বুঝ?
৮. ঋনাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলতে কি বুঝ?
৯. কাজের মান শূন্য হতে পারে কি? ব্যাখ্যা কর।
১০. কি কি শর্তে কাজের মান শূন্য হতে পারে-ব্যাখ্যা কর।
১১. 10kg ভরের একটি বস্তুর উপর 50N বল প্রয়োগ করার ফলে বলের দিকে বস্তুটির সরন 500cm হলে বল দ্বারা সম্পন্ন কাজের পরিমান নির্ণয় কর।
১২. 65kg ভরের একজন ব্যক্তি 5kg বোজা মাথায় নিয়ে সিড়িঁ বেয়ে 30m উচু দালানের ছাদে উঠলে তিনি কত কাজ করবেন।
১৩. মেঝের উপর একটি বস্তুতে 100N বল প্রয়োগ করে 5m সরনের ফলে যদি 475J কাজ করতে হয় তবে মেঝের ঘর্ষণ নির্ণয় কর।
১৪. সাকিব একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা 80N বলে আঘাত করায় বলের দিকের সাথে 60o কোনে ক্রিকেট বলটির সরন 30m হলে সাকিবের কাজের পরিমান নির্ণয় কর।
১৫. নিচের চিত্র হতে 20N বল দ্বারা কাজ নির্ণয় কর।
১৬. একটি গাড়ি ভূমির সাথে 30o কোনে একটি ব্রীজের আনত তল বরাবর 12m উঠতে যদি 20580J কাজ করতে হয় তবে গাড়িটির ভর কত? [g=9.8ms-2]
১৭. 70kg ভরের একজন নির্মান শমিক প্রতিটি 3kg ভরের 5টি ইট নিয়ে প্রতিটি 20cm উচু 25টি সিঁড়ি বেয়ে নির্মানাধীন দালানের ছাদে উঠতে কত কাজ করতে হবে?
১৮. 95m গভীর কয়লা খনি হতে 93100J কাজ সম্পন্ন করে কত কেজি কয়লা উত্তোলন করা যাবে? [g=9.8ms-2]



শক্তি

১. শক্তি কি?
২. শক্তির একক কি?
৩. শক্তির মাত্রা বের কর।
৪. শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক কি?
৫. সঞ্চিত শক্তি কি?
৬. জ্বালানী তেলের মধ্যে শক্তি কিরুপে থাকে?
৭. বিভব শক্তি কি?
৮. বিভব শক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করে?
৯. শক্তি কি ধরনের রাশি এবং কেন?
১০. নিউক্লীয় শক্তি কি? উদাহরন দাও।
১১. কখন নিউক্লীয় শক্তি নির্গত হয়?
১২. রাসায়নিক শক্তি কি? উদাহরন দাও।
১৩. সৌর শক্তি কি?
১৪. সূর্যের বিপুল পরিমান শক্তির কারন কি?
১৫. শক্তির সবচেয়ে সাধারন রুপ কোনটি?
১৬. m ভরের একটি বস্তুকে h উচ্চতায় উঠালে এর বিভব শক্তি কত হবে?
১৭. দুটি ভিন্ন ভরের বস্তুকে একই উচ্চতায় উঠালে কার বিভব শক্তি বেশি বা কম হবে?
১৮. বিভিন্ন প্রকার শক্তির রুপান্তর ব্যাখ্যা কর।
১৯. কোন বস্তুর বিভব শক্তি 9.8 জুল বলতে কি বুঝ?
২০. শক্তির সংরক্ষনশীলতা নীতি ব্যাখ্যা কর।
২১. কোন বস্তু কিভাবে বিভব শক্তি লাভ করে?
২২. বিভব শক্তির ঋনাত্মক হতে পারে কি-না? ব্যাখ্যা কর।
২৩. একটি স্প্রিং কিভাবে বিভব শক্তি লাভ করে?
২৪. গতি শক্তি কি?
২৫. গতিশক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করে?
২৬. দুটি ভিন্ন ভরের বস্তু গতিশক্তি একই হলে কার বেগ বেশি বা কম হবে?
২৭. একটি গাড়ির বেগ চারগুন করা হলে গতিশক্তির কিরুপ পরিবর্তন হবে?
২৮. কোন গাড়ির গতিশক্তি 2500J বলতে কি বুঝ?

২৯. শক্তির নয়টি রুপের নাম লিখ।

৩০. গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক দেখাও ।
৩১. একটি বস্তুর ভরবেগ দ্বিগুন করা হলে গতিশক্তির কিরুপ পরিবর্তন হবে?
৩২. জলবিদ্যু কিভাবে উপাদন করা হয়?ব্যাখ্যা কর।
৩৩. পৃথিবীতে সকল শক্তির উস কি?
৩৪. আইনষ্টাইনের ভর-শক্তি সম্পর্কটি ব্যাখ্যা কর।
৩৫. Mev কিসের একক?
৩৬. 200 Mev কে জুলে প্রকাশ কর।
৩৭. 1ev= কত জুল?
৩৮. নিউক্লীয় চুল্লি কি? এটি কি কাজে ব্যবহৃত হয়।
৩৯. মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা ব্যাখ্যা কর।
৪০. মুক্তভাবে পড়ন্ত বস্তুর বিভবশক্তি কমে কিন্তু গতিশক্তি বাড়ে কেন?ব্যাখ্যা কর।
৪১. ভুমি হতে 20m উচ্চতায় একটি নারিকেল গাছে 2kg ভরের একটি ডাবের বিভবশক্তি কত হবে?
৪২. ভূ-পৃষ্ঠ হতে 12m গভীরে 500g ভরের কোন বস্তুর বিভবশক্তি নির্ণয় কর।
৪৩. একটি স্প্রিংকে 60N বল প্রয়োগ করে যদি 11cm সংকুচিত করা হয় তবে স্প্রিংটিতে কত শক্তি সঞ্চিত হবে?
৪৪. কত ভরের বস্তুকে ভূ-পৃষ্ঠ হতে 20m উচুতে উঠালে বস্তুটির বিভবশক্তি 980J হবে?
৪৫. 5kg ভরের বস্তুকে ভূমির সাথে 60o কোনে আনত তল বরাবর 20m উঠিয়ে স্থির করে রাখলে এর বিভব শক্তি কত হবে?
৪৬. 72kmh-1 বেগে গতিশীল 450kg ভরের একটি গাড়ির গতিশক্তি বের কর।
৪৭. 10g ভরকে সম্পূর্নরুপে শক্তিতে পরিনত করলে কত শক্তি পাওয়া যাবে।
৪৮. 60kg ভরের একজন দৌড়বিদ স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে 0.5ms-2 সুষম ত্বরনে 100m রানওয়ে অতিক্রমকালে তার গতিশক্তি কত হবে?
৪৯. একজন সাইকেল চালক পেডেল করে সাইকেলর উপর 100N ধ্রুব বল প্রয়োগ করছে।ঘর্ষন বল উপেক্ষা করে 500J গতিশক্তি লাভ করতে তাকে কত দূর যেতে হবে?
৫০. 5kg ভরের একটি বস্তুকে 25m উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে দিলে ভূমি স্পর্শ করার সময় গতিশক্তি বের কর।
৫১. 1250kg ভরের একটি ট্রাক 8ms-1 বেগে চললে যে পরিমান গতিশক্তি লাভ করবে তার সমপরিমান গতিশক্তি লাভের জন্য 800kg ভরের গাড়িকে কত বেগে চলতে হবে? [10ms-1]


ক্ষমতা



১. ক্ষমতা কাকে বলে?
২. ক্ষমতার একক কি?
৩. ক্ষমতার মাত্রা বের কর।
৪. এক ওয়াট কি?
৫. কোন যন্ত্রের ক্ষমতা 60W বলতে কি বুঝ?
৬. 100W এর বৈদ্যুতিক বাতি-এর অর্থ কি?


৭. কিলোওয়াট ঘন্টা কিসের একক?
৮. ১ কিলোওয়াট ঘন্টা বলতে কি বুঝ?
৯. 1KWh = কত জুল?
১০. অশ্বক্ষমতা কি?
১১. 1 অশ্বক্ষমতা = কত ওয়াট?
১২. একটি ইঞ্জিনের ক্ষমতা 2HP বলতে কি বুঝ?
১৩. লভ্য কার্যকর শক্তি কি?
১৪. কর্মদক্ষতা কি?
১৫. একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 30% বলতে কি বুঝ?
১৬. কোন বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 250 মেগাওয়াট বলতে কি বুঝ?
১৭. একটি গাড়িতে এক্সিলারেটর চেপে 800N বল প্রয়োগ করার ফলে বলের দিকে গাড়িটি 10 সেকেন্ডে 30m দূরত্ব অতিক্রম করতে পারে। গাড়িটির ক্ষমতা নির্ণয় কর। [2400W বা 2.217HP]
১৮. একটি পাম্প 10 মিনিটে 2000kg পানি ভূমি হতে 30m উচুতে পানির ট্যাংকে তুলতে পারে। পাম্পটির ক্ষমতা অশ্বক্ষমতায় নির্ণয় কর। [1.314HP]
১৯. কোনো বৈদ্যুতিক মোটর 2 মিনিটে 1.8x103J বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করলে মোটরটির ক্ষমতা কত হবে? [1500W]
২০. 4kW কার্যকর ক্ষমতার ক্রেন দ্বারা প্রতি মিনিটে কত ভরের বস্তুকে 25m উচু দালানের ছাদে উঠানো যাবে? g=10ms-2       [Ans: 960kg]
২১. 60kg ভরের শ্রমিকের প্রতিটি 25cm উচু 20টি সিড়ি বেয়ে 10 সেকেন্ডে উপরে উঠতে কত ক্ষমতা প্রয়োগ করতে হবে?[294W]
২২. 5kW ক্ষমতার কোনো ইঞ্জিন আধ ঘন্টায় 3.6x106J কাজ সম্পন্ন করলে ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় কর।
২৩. একটি পাম্পের গায়ে 2HP লিখা আছে এবং পাম্পটি 10 মিনিটে 1500kg পানি 30 মিটার ‍উচুতে পানির ট্যাংকে তুলতে পারে। পাম্পের-
(i) লভ্য কার্যকর শক্তি  (ii) লভ্য কার্যকর ক্ষমতা  ও (iii) কর্মদক্ষতা নির্ণয় কর।
২৪. 70kg ভরের একজন দৌড়বিদ স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে 0.5ms-2 সুষম ত্বরনে 100m রানওয়ে অতিক্রম করতে পারলে তার ক্ষমতা কত হবে?
২৫. 3HP ক্ষমতার কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 20% । ইঞ্জিনটি দ্বারা 150m গভীর খনি হতে এক ঘন্টায় কত ভরের খনিজ পদার্থ উত্তোলন করা যাবে? [1096.16kg]                                        

Lecturer of Physics
Cell Phone: 01712463993
E-mail: jito79@gmail.com
Blog: jitoroy.blogspot.com