প্রিয় নবম ও
দশম শ্রেণির শিক্ষার্থীরা,
আজ তোমাদের
জন্য রয়েছে ৫ম অধ্যায়-পদার্থের অবস্থা ও চাপ
থেকে কিছু প্রশ্ন। প্রশ্নগুলোর উত্তর
করার আগে অবশ্যই অধ্যায়টি খুব ভালোভাবে লাইনে লাইনে বুঝে পড়তে হবে। যেসব প্রশ্নের উত্তর
করতে অসুবিধা হবে সেসব বিষয়ে Comment করলে আমি Help করার চেষ্টা করবো।
Lecturer of Physics
E-mail: jito79@gmail.com
Blog: jitoroy.blogspot.com
পদার্থের অবস্থা ও চাপ
১. চাপ কি?
২. চাপেরে একক কি?
৩. চাপেরে মাত্রা বের
কর।
৪. বলের মান অপরিবর্তিত
রেখে ক্ষেত্রফল অর্ধেক করলে চাপের কিরুপ পরিবর্তন হবে?
৫. আলপিন বা পেরেকের
অগ্রভাগ সূচালো থাকে কেন?
৬. ধারালো আলপিন দিয়ে
খাতা সেলাই করা সহজ কেন?
৭. সমান ইটের রাস্তায়
খালি পায়ে হাঁটা আর ইটের খোয়ার উপর দিয়ে হাটার মধ্যে কোনটি সহজ এবং কেন?
৮. কাঁচি বা ছুরিতে সান
দেয়া হয় কেন? ব্যাখ্যা কর।
৯. এক প্যাসকেল চাপ বলতে
কি বুঝ?
১০. বায়ুমন্ডলীয় চাপ
কি?
১১. তরলের অভ্যন্তরে
কোনো বিন্দুতে চাপের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে?
১২. তরলের যত গভীরে যাওয়া
যায় চাপের মান ততই বাড়তে থাকে কেন?
১৩. ρ ঘনত্বের তরলের h
গভীরতায়
চাপের সমীকরন বের কর।
১৪. প্যাসকেলের সূত্রটি
ব্যাখ্যা কর।
১৫. প্যাসকেলের সূত্রের
ব্যাবহার লিখ।
১৬. প্রবাহী পদার্থ কি?
১৭. বল বৃদ্ধিকরন নীতি
কি?
১৮. ঘনত্ব কি?
১৯. ঘনত্বের একক কি?
২০. পনির ঘনত্ব 1000kgm-3 বলতে কি বুঝ?
২১. ভর অপরিবর্তিত রেখে আয়তন দ্বিগুন করলে ঘনত্বের
কিরুপ পরিবর্তন হবে?
২২. ঘনত্ব কি কি বিষয়ের
উপর নির্ভর করে?
২৩. তেল ও মধুর মধ্যে
কোনটি পানিতে ভাসবে এবং কেন?
২৪. বরফ পানিতে ভাসে
কেন? ব্যাখ্যা কর।
২৫. এক টুকরা লোহা পানিতে
ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেন?
২৬. প্রবাহীর চাপ কাকে
বলে?
২৭. প্লবতা কি?
২৮. প্লবতার মান কি কি
বিষয়ের উপর নির্ভর করে?
২৯. হাইড্রোজেন ভর্তি
বেলুন সহজে উপরের দিকে উঠে যায় কেন?
৩০. ভালো ডিম পানিতে
ডুবে যায়, কিন্তু পঁচা ডিম পানিতে ভাসে কেন?
৩১. তরলের ঘনত্ব মাপার
যন্ত্রের নাম কি?
৩২. মৃত সাগর (Dead
Sea) কি?
৩৩.
মৃত সাগরে মানুষ ডুবে না কেন?
৩৪. কোনো বস্তুর তরলে
ভাসমান, সম্পূর্ন নিমজ্জিত অবস্থায় ভাসমান ও ডুবে যাওয়ার শর্তগুলো লিখ।
৩৫. কোন যন্ত্রের সাহায্যে
বায়ুর চাপ নির্ণয় করা হয়।
৩৬. টলিসেলির শূন্যস্থান
কি?
৩৭. বায়ুর চাপ নির্ণয়ের
টলিসেলির পরীক্ষাটি বর্ণনা কর।
৩৮. টলিসেলির শূন্যস্থান
প্রকৃতপক্ষে শূন্য নয়, ব্যাখ্যা কর।
৩৯.বায়ুমন্ডলের
স্বাভাবিক চাপ 76 cm পারদ বলতে কি বুঝ?
৪০.. বেশি উচ্চতায় উঠলে
শ্বাস-প্রশ্বাস নেওয়া কষ্টকর হয় কেন?
৪১. উচ্চতার সাথে বায়ুম্ডলীয়
চাপের পরিবর্তন একটি লেখচিত্রের মাধ্যমে দেখাও।
৪২. ব্যারোমিটারের সাহায্যে
কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেয়া যায়? ব্যাখ্যা কর।
৪৩. স্থিতিস্থাপকতা কি?
৪৪. স্থিতিস্থাপক সীমা
কি?
৪৫. বিকৃতি কি?
৪৬. স্থিতিস্থাপক পদার্থ
কাকে বলে?
৪৭. বিকৃতির একক নেই
কেন?
৪৮. পীড়ন কি?
৪৯. পীড়নের একক কি?
৫০. পীড়ন ও চাপের মধ্যে
পার্থক্য কি?
৫১. হুকের সূত্র ব্যাখ্যা
কর।
৫২. স্থিতিস্থাপক গুনাংক
কাকে বলে?
৫৩. ইস্পাতের স্থিতিস্থাপক
গুনাংক 2x1011 Nm-2 বলতে কি বুঝ?
৫৪. পদার্থের আনবিক গতিতত্ত্বের
স্বীকার্য়গুলো লিখ।
৫৫. তরলকে যে পাত্রে
রাখা হয় সেই পাত্রের আকার ধারন করে কেন?
৫৬. কঠিন পদার্থের নিজস্ব
আকার ও আয়তন থাকে কেন?
৫৭. প্লাজমা কি?
৫৮. প্লাজমার উৎস কি?
৫৯. কিভাবে প্লাজমা অবস্থার
উৎপত্তি হয়?
৬০. প্লাজমা টর্চ কি?
৬১. প্লাজমা তড়িৎ পরিবাহী কেন?