তরলে আংশিক নিমজ্জিত বস্তুর নিমজ্জিত অংশের পরিমাণ নির্ণয়।
তরলের চেয়ে কম ঘনত্বের কোনো বস্তু তরলে আংশিক নিমজ্জিত হলে যতটুকু অংশ নিমজ্জিত হবে বা ডুবে থাকবে তা নির্ভর করে বস্তুর ঘনত্ব ও তরলের ঘনত্বের অনুপাতের উপর। বস্তুর ঘনত্বকে তরলের ঘনত্ব দ্বারা ভাগ করে খুব সহজেই ডুবন্ত অংশ বা নিমজ্জিত অংশের পরিমাণ বের করা যায়।